প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৬:৪২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫ ১৮:১৪ পিএম
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নিয়ে একটু সমস্যা চলছে৷ আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন৷ সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘিন্ত হচ্ছে এখন আর বসে থাকার সুযোগ নেই৷ খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমরা সতর্ক আছি৷ এ নিয়ে আমরা খুব দ্রুত বিস্তারিত আলোচনা করব৷ আপনারা জানেন দক্ষিণ সিটি করপোরশনে কিছু সমস্যা চলছে৷ তারপরেও আমরা বাহিরে থেকে যতটুকু পারছি কাজ করছি৷’
রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকায় উন্নয়ন হয়নি
কিছু এলাকার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে অবকাঠামোগত উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছে মন্তব্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সেসব এলাকায় আমরা উন্নয়নে জোর দিব৷ শিক্ষা ও দারিদ্র্যের হার উত্তরবঙ্গের দিকে কিছুটা বেশি৷ তাদের প্রতি আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে৷ এসব এলাকায় গুদাম না থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন না ফসলের৷ ফলে আমরা সেসব এলাকায় গুদাম স্থাপন এবং প্রক্রিয়াকরণ জোনের জন্য উদ্যােগ গ্রহণ করা হবে৷ তিস্তা নদীর ভাঙ্গনের ফলে যারা গৃগহীন হয়েছেন তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা নেওয়া হবে৷’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকায় বেশি উন্নয়ন আর কোনো এলাকায় কম উন্নয়ন যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে৷ এমনটা যাতে আর না হয়৷ আমরা দেখেছি গোপালগঞ্জের একটি উপজেলায় গেলে দেখা যাচ্ছে কতটুকু উন্নয়ন হয়েছে আর রংপুরের আরেকটি জেলায় কতটুকু উন্নয়ন হয়েছে৷’
উপদেষ্টা বলেন, ‘অন্তবর্তী সরকার খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছে৷ সুতরাং এই অল্প সময়ে লাইব্রেরি স্থাপনের মতো এরকম উদ্যােগ নেওয়া খুব চ্যালেঞ্জিং৷ আমরা মাত্র ২৩ কোটি টাকায় সারাদেশে ১১টি জেলার ৪৪ টি পাবলিক লাইব্রেরি করছি৷ আমরা খুব দ্রুত দেশের সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি করার প্রকল্প হাতে নিব৷ আমরা এমন একটা লাইব্রেরি করতে চাই যেখানে সবাই আসতে আগ্রহ করবে৷ অন্য সরকারি ভবনের মতো পড়ে থাকবে না৷’