× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কদমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা আরোহী নারীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৫:৩৭ পিএম

কদমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা আরোহী নারীর মৃত্যু

রাজধানীর কদমতলীতে দ্রুতগামী ট্রাকে ধাক্কায় অটোরিক্সার আরোহী মোছা. রুহেলা আক্তার (২১) নামে এক নারী মারা গেছেন।

বুধবার (১৮ জুন) ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই)  নুসরাত জাহান বলেন, ‘আমরা খবর পেয়ে মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে কদমতলী ঢাকা ম্যাচ শ্রমিক কলোনির ২২ নং রোডের সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে পাকারাস্তা অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সজলের মুখে জানতে পেরেছি গতকাল রাতে অটোরিক্সায় করে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃতের শাশুড়ি জেসমিন আক্তার জানান, রুহেলার গত ১১ তারিখে ঈগলু কোম্পানিতে চাকরি হয়। অফিস থেকে বাসায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। 

রুহেলা বরগুনার আমতলী থানার চাউলা এলাকার তাজ উল্লার মেয়ে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ফজর আলীর বাসায় স্বামী হামিদুলের সঙ্গে থাকতেন। তার দুই ছেলে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা