প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৩:০৭ পিএম
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিষ্ফোরণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এ সময় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকালে নিশ্চিতপুর মন্ডল মার্কেট বাধিয়ারপাড় মহল্লায় জুয়েল আহমেদের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (২৬)।
প্রতিবেশীরা জানান, সকালে জাহানারা ঘুম থেকে উঠে রান্না করতে যান। এ সময় চুলায় আগুন দেওয়ার সময় হঠাৎ বিষ্ফোরণ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা-রিজভী বলেন, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে পাঁচজন এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। তখন এক নারী রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেলে জমে থাকা গ্যাসে বিষ্ফোরণ হয়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে।