× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগদায় ভবন থেকে পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৪:৫৩ পিএম

 মুগদায় ভবন থেকে পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রাজধানীর দক্ষিণ মুগদায় একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি লোকটি চুরি করার উদ্দেশ্যে একটি বাড়ির চার তলায় উঠেছিলেন। পরে সেখান থেকে পা পিছলে প্রথমে দ্বিতীয় তলায় পড়ে যায়। এরপর সেখান থেকে নিচে রাস্তার উপর পরে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে। পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় জানা যাবে। তার পরনে ছিল সাদা-লাল চেক লুঙ্গি ও লাল-সাদা ফুল হাতা শার্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা