× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে টানা ২১ দিন ধরে তথ্য আপাদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৩:৪৬ পিএম

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে টানা ২১ দিন ধরে তথ্য আপাদের অবস্থান

দুই দফা দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে আছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।

মঙ্গলবার (১৭ জুন)  ২১তম দিন হিসেবে সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

সরেজমিনে গিয়ে সকালে দেখা যায়, আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনের ফুটপাতে মেট্রোরেলের স্টেশনে নিচে অবস্থান করছেন। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা উপরে পলিথিন টানিয়ে বসে আছেন। সেখানে অন্তত ৩০-৪০ জন অবস্থান করছেন।

তারা অভিযোগ জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘তথ্য আপা (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পে কর্মরতরা দুটি প্রধান দাবির কথা জানান, সমগ্রেডে পদ সৃষ্টি করে তাদের রাজস্ব খাতে স্থানান্তর এবং দীর্ঘদিন ধরে কেটে নেওয়া বেতনভাতা অবিলম্বে পরিশোধ করা।

গত ২৮ মে থেকে আন্দোলন করে আসছেন তথ্য আপারা। এমনকি ঈদের দিন (৭ জুন) ও ঈদের পরদিনও (৮ জুন) তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। এর আগে ১ জুন সরকারি বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেন তারা। যদিও সেদিন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি, বরং বিকেলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা এ প্রকল্পে যোগ দেন। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় মাঠপর্যায়ে কর্মরত আছেন ১ হাজার ৯৬৮ জন। এদের মধ্যে রয়েছেন তথ্যসেবা কর্মকর্তা (দশম গ্রেড), তথ্যসেবা সহকারী (১৬তম গ্রেড) ও অফিস সহায়ক (২০তম গ্রেড) পদে নিযুক্ত কর্মীরা।

তৃণমূল নারীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা ও সাইবার সিকিউরিটি– এই আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও সহায়তা দিয়ে যাচ্ছেন ‘তথ্য আপারা’। সরকারিভাবে মূল্যায়ন ও স্বীকৃতি না মেলায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা