প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১২:৩৭ পিএম
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির শেষদিন শনিবার (১৪ জুন)। আগামীকাল রবিবার থেকে শুরু হবে কর্ম দিবস। এমনই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থান থেকে শুক্রবার (১৩ জুন) ছেড়ে আসা ট্রেনগুলোতে হাজারও যাত্রী ঢাকায় প্রবেশ করেছেন। ট্রেনগুলো যখন ঢাকার রেলওয়ে স্টেশনে থামে, তখন দেখে মনে হয় জনসমুদ্র বহন করে আনছে ট্রেনগুলো।
শনিবার (১৪ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে থামে আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস।’ ট্রেনটি গতরাত ৯টা ১০ মিনিটের দিকে দেশের সর্ব উত্তরের স্থান পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মের থামার সময় দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের দুই পাশের রেলিং ধরেও বসে আছে মানুষ। যাত্রী আছে ট্রেনের ছাদেও।
এদিকে শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল, বিভিন্ন স্টেশনে ট্রেনটি যখন থামে তখন প্রচুর বিনা টিকিটের মানুষ ট্রেনে উঠেছিল। অতিরিক্ত এসব মানুষের চাপে আসনধারী যাত্রীরা ঠিকভাবে উঠতে পারেননি ট্রেনে বসতে পারেননি দীর্ঘ সময় নিজ আসনে।
ওই ট্রেনের যাত্রী মিরাজ হাসান বলেন, ‘আমি দিনাজপুর থেকে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে ওঠার সময় থেকেই অনেক মানুষের ভিড় ছিল। ট্রেনের ছাদেও মানুষ। পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে অনেক চিল্লাচিল্লি করেছেন। অনেকে হয়তো উঠতেও পারেননি।’
আরেক যাত্রী তামজিদ বলেন, পীরগঞ্জ স্টেশনে কোচের দরজার সামনে দাঁড়িয়ে থাকা বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে অন্য যাত্রীদের সঙ্গে। আসলে সবাই ট্রেনে ঢাকায় আসতে চায় কিন্তু, একটা ট্রেনে আর কতই জায়গা হবে।
স্টেশন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় এসেছে প্রত্যেকটা ট্রেনেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী সংখ্যা ছিল। আজ দিনব্যাপী ঢাকায় আসা প্রত্যেকটা ট্রেনেই এমন ভিড় হতে পারে বলে জানিয়েছেন তারা।