× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু একাডেমির ফুটপাতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১২:৫০ পিএম

শিশু একাডেমির ফুটপাতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

রাজধানীর শিশু একাডেমি এলাকার ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া ককটেল সদৃশ একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের সামান্য দূরেই অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা প্রসিকিউশনের। এ অবস্থায় বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (১ জুন) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়। তবে বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলোর ভেতর ককটেলের বিস্ফোরণ ছিল না। পটকার বিস্ফোরণ ছিল। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে রোববার (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে গাজী এম এইচ তামিম বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। কালকের কোর্ট প্রসিডিংস (শুনানি) বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা