× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীসহ সারাদেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম চালু, দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৪:২৩ পিএম

রাজধানীসহ সারাদেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম চালু, দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে ১৩ দিনব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিচালিত ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম। তবে আগের তুলনায় পণ্যের মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। 

শনিবার (২৪ মে) ঢাকার বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

চলতি বছর ঈদের আগে ভোজ্যতেল, চিনি ও মশুর ডালের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। গত এক মাসের ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা এবং চিনিতে ১৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে। ফলে নতুন ট্রাক সেলে তেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা এবং চিনি ৮৫ টাকায়। অন্যদিকে, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য পুরনো দামেই তেল ১০০ টাকা, ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকগুলোতে শুধুমাত্র তিনটি পণ্য-তেল, চিনি ও ডাল বিক্রি করা হচ্ছে। 

এ বিষয়ে ভোক্তা রাশেদুল হক অভিযোগ করে বলেন, গত দেড় মাস ধরে তারা টিসিবির পণ্য থেকে বঞ্চিত ছিলেন। এখন ট্রাক সেল শুরু হলেও পণ্যের মূল্য বৃদ্ধির কারণে অনেকেই হতাশ। অনেকের মতে, চাল যুক্ত না করায় তাদের কষ্ট আরও বেড়েছে। এছাড়া একজন একাধিকবার পণ্য নিচ্ছে, অথচ কেউ কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কিছু পাচ্ছেন না বলে অভিযোগ উঠে।

টিসিবির ডিলার কাজী আমিনুল হক আমিন বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে কেউ একাধিকবার পণ্য নিতে না পারে। এজন্য আঙুলে দাগ বা ভিজিটিং কার্ড সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।’

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, ঈদকে কেন্দ্র করে ভোক্তাদের সেবা নিশ্চিত করতে এই ট্রাক সেল চালু করা হয়েছে। এটি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। স্মার্ট কার্ডধারীরা আগের নির্ধারিত দামেই পণ্য পাবেন। আর সাধারণ ক্রেতারা নতুন ট্রাক সেল থেকে কিছুটা বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন।

তিনি আরও বলেন, ‘গত বছর আমরা ৪১০টি ট্রাকের মাধ্যমে সেবা দিয়েছিলাম, এবার সংখ্যা বাড়িয়ে ৬৯০টি করা হয়েছে। আমাদের লক্ষ্য, কার্ডধারী ছাড়াও সাধারণ মানুষ যেন এ সেবার আওতায় আসে। এতে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ সেবা নিতে পারবে।’

জানা গেছে, ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরগুলোতে ১০টি করে এবং ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা