× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে ঈদযাত্রা

আধা ঘণ্টায় ১ কোটি ১৪ লাখ রেকর্ড হিট, এক ঘণ্টায় শেষ টিকিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৩:০২ পিএম

 আধা ঘণ্টায় ১ কোটি ১৪ লাখ রেকর্ড হিট, এক ঘণ্টায় শেষ টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে।

সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার দিকে অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা বরাবরের মতোই যাত্রীদের বেশি ছিল।

রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদযাত্রার ৩ জুনের টিকিটের জন্য সকাল থেকেই লাখ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। যদিও এই বিশাল সংখ্যক হিটের বিপরীতে আসনসংখ্যা ছিল অত্যন্ত সীমিত, ফলে অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের রেলের ফ্যান গ্রুপে হোসেন আজাদ নামের এক যাত্রী লিখেছেন, ‘অনলাইনে টিকিট পাচ্ছি না। অনেক চেষ্টা করে একটা টিকিট কাটার জন্য সব প্রক্রিয়া শেষ করেছি, টাকাও কেটে নিয়েছে কিন্তু টিকিট পাইনি।’

অপরদিকে, অনেকে অভিযোগ করেছেন, সার্ভারে বারবার সমস্যা দেখা দিয়েছে। লগইন করতে কিংবা পেমেন্ট সম্পন্ন করতে সময় লেগেছে অনেক বেশি।

কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ টিকিট কাটতে সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আমরা ধারণা করছি, আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে।’

রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটি রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এছাড়া, এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি স্টেশনের কাউন্টার থেকে করা হবে। 

ঈদের আগের সাতদিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ধাপে ধাপে। রবিবার বিক্রি হবে ৪ জুনের টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে ৯ জুনের অগ্রিম টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা