প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১৬:৫৮ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ১৭:৪৯ পিএম
ছবি ফোকাস বাংলা
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, ‘আজকের হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব। সরকারকে আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা কী করে। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা আসবে।’
তিনি আরও বলেন, ‘একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে, রায়ের বিষয় শপথের বিষয় আলাদা। আর প্রথম যে দাবি করেছিলাম ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না।’
এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন আন্দোলন করেন তার সমর্থকরা। এর মধ্যেই মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।
রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলেন ইশরাক। পরে বিকেলে কাকরাইল মোড়ে এসে সমর্থকদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।
এদিকে দলের নেতাকর্মীদের সড়কের অবস্থানের কারণে কাকরাইল, মৎসভবন এবং শাহবাগ মোড়ের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটে অচল প্রায় রাজধানীবাসীর দুর্ভোগ লাঘবে দলের নেতাকর্মীদেরকে সড়ক থেকে উঠে যেতে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।