× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিট খারিজ

স্লোগানে মুখরিত নগরভবন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১২:৫০ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ১৬:১৯ পিএম

স্লোগানে মুখরিত নগরভবন

ইশরাকের শপথ না পড়ানোর রিট খারিজ করায় স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই। এই খবর  ছড়িয়ে পড়ার পরেই,  আনন্দ মিছিল করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ইশরাককে শুভেচ্ছা জানিয়ে তাদের মিছিল, স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নগর ভবন।

আনন্দ মিছিলে অংশ নেওয়া ডিএসসিসির কর্মচারী হাবিবুর রহমান বলেন, ‘আমাদের জয় হয়েছে। জনতার মেয়র,  ঢাকাবাসীর মেয়র ইশরাক হোসেনের জয় হয়েছে। এই কদিন ধরে টানা আন্দোলনের সুফল পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা, কর্মচারীরা। এটা ঢাকাবাসীর বিজয়।’

শাহাবউদ্দিন নামের আরেক মশক নিধন কর্মী বলেন, ‘ইশরাককে মেয়র করার দাবিতে আমরা সবাই সব বিভাগ থেকে কাজ বন্ধ করে দিয়েছিলাম। আমাদের মেয়র আসছে, আমাদের সবচেয়ে খুশির দিন। আমাদের দাবি যেহেতু পূরণ হয়েছে এখন আমরা সবাই আমাদের কাজে ফিরে যাবো। আজকে নগর ভবনে সব শ্রেণির কর্মকর্তা, কর্মচারীদের এই উৎচ্ছ্বাস বলে দিচ্ছে ইশরাককে মেয়র হিসেবে পেতে তারা কতটা প্রত্যাশী ছিল। আর এই কারণেই এখন নগরভবনে মিছিলে স্লোগানে প্রকম্পিত হচ্ছে।’

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন  বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। 

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের করা নির্বাচনী মামলায় গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। টানা ৭ দিন ধরে ডিএসসিসির সেবা কার্যক্রম বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর ব্যানারে চলা আন্দোলনের ঢাকা পর আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা