ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১২:২৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ১৪:৫৪ পিএম
নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫), মো. আফ্রিদি (২৪) ও মো. হাবিবুর রহমান সোহাগ (৩২)।
ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কামরুলের শরীরের ৩.৫ শতাংশ, আতিকুর রহমানের শরীরের ৫ শতাংশ, হাবিবুর রহমানের সোহাগের শরীরের ১.৫ শতাংশ ও মো. আফ্রিদির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। বর্তমানে সবাইকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসলাম বলেন, ‘দগ্ধ ব্যক্তিরা সবাই একটি টেক্সটাইল মিলের শ্রমিক। তারা সবাই একই রুমে বসবাস করত। সকালে রান্না করার জন্য ম্যাচ জ্বালাতেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা চারজন দগ্ধ হন। বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।’