প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:৪৬ পিএম
রাজধানীর ওয়ারীর জোরপুল লেনের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জান্নাত ওয়ারী থানাধীন ১৬ নং জোরপুল লেনের সুমন মিয়ার মেয়ে।
মৃত শিশুটির বাবা সুমন মিয়া বলেন, ‘আমরা জোরপুল লেনে নিজেদের বাড়ির নীচতলায় থাকি। সন্ধ্যার দিকে আমার শিশু খেলতে খেলতে অসাবধানতাবশত ফ্রিজের বিদ্যুতের বোর্ডের সুইচে হাত লেগে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।