ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকান্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ১৬:৩২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
বুধবার (২১ মে) বেলা পৌনে ৩টায় সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘আমার ভাই মরল কেন, প্রক্টর তুই জবাব দে’; ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’; ‘অবিলম্বে সাম্য হত্যার বিচার চাই, করতে হবে’; ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হত্যা হওয়ার পরও কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা চালু রেখেছে। তারা অর্ধদিবস শোক পালন করে রসিকতা করেছে। এই প্রশাসনের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়।
তিনি আরও বলেন, সাম্য হত্যার প্রকৃত খুনিরা এখনো গ্রেপ্তার হয়েছে কিনা ভিসি প্রক্টররা জানে না। সাম্য হত্যার পরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কী কী করেছে, তার জবাবদিহিতা করতে হবে এবং ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে।