কমলাপুর রেলওয়ে স্টেশন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ২২:০৮ পিএম
যাত্রীদের নির্বিঘ্নে স্টেশনের মধ্যে ঢোকা ও বের হওয়ার পথ খোলা রাখতে স্টেশনের গেটের সামনে ও আশপাশের অস্থায়ী দোকান, হকার এবং গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
বুধবার (১৪ মে) সকালে রেল পুলিশের সহায়তায় এ উচ্ছেদ পরিচালনা করে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব্ দেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম।
তিনি বলেন, ‘যাত্রীদের আসা-যাওয়ার পথে গ্যাসচালিত গাড়ি, রিকশা, মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে। এতে স্টেশনে ঢোকা ও বের হওয়ার সময় রেলযাত্রীরা বিড়ম্বনায় পড়েন। এ ছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং করা হয়। এটা যাতে না ঘটে, তার জন্য রেলওয়ে গেটের সামনে অবৈধ দোকানপাট, হকার ও যানবাহনমুক্ত করা হয়েছে।’
তিনি বলেন, এ ছাড়া স্টেশন এলাকায় ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। অভিযানে হকাদের কাছে থেকে তামাকজাত দ্রব্য উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, স্টেশনের পরিবেশ যাতে নষ্ট না হয়, তা বজায় রাখতে অভিযান চালু থাকবে। ট্রেনযাত্রীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে স্টেশনে ঢোকতে ও বের হতে পারেন, তাই নিশ্চিত করা হয়েছে।’
রেলওয়ে পুলিশের সঙ্গে অভিযানে অংশ নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।