× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৬:০৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে যখন নগর ভবনের ফটক খোলা হয়, তখন একদল বিক্ষোভকারী ভেতরে ঢুকে পড়েন। ভবনের সিঁড়িতে বসেই তারা স্লোগান দিতে থাকেন, “গেজেট যখন হয়েছে, দায়িত্ব কেন নয়?”

দুপুরে দিকে নগরভবনের সামনে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

ঘোষণা দিয়ে অবসরপ্রাপ্ত সচিব মশিউর রহমান বলেন, আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেট—সবই হয়েছে। কিন্তু কিছু প্রভাবশালী চক্র ইশরাককে দায়িত্ব নিতে দিচ্ছে না। এটি জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।

পুরান ঢাকার বাসিন্দা পাভেল আহমেদ বলেন, আমাদের মেয়রকে আমরা চিনি। আদালতও তাকে বৈধ ঘোষণা করেছে। কিন্তু এক বিভাগের নিষ্ক্রিয়তা বা অজানা প্রতিরোধে তিনি শপথ নিতে পারছেন না। এটা শুধু ইশরাকের নয়, ঢাকাবাসীর অপমান।

আরেকজন সাইফুল ইসলাম বলেন, আমরা সিটি করপোরেশনকে কর দিই, কিন্তু এখন সেবা পাচ্ছি না। মেয়র নেই, কার্যক্রম নেই। আর কোর্টের রায়কে অবজ্ঞা করা হচ্ছে—এই দৃষ্টান্ত খুবই বিপজ্জনক।

একজন প্রবীণ বিক্ষোভকারী বললেন, সাদেক খোকা ছিলেন আমাদের ভালোবাসার মেয়র। তার ছেলেকেও (ইশরাক হোসেন) আমরা ভালোবেসে মেয়র বানিয়েছি। কোর্ট সেই ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে। এখন শুধু তা বাস্তবায়নের অপেক্ষা। এতটুকু কি পাওয়া আমাদের অধিকার নয়?

সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, বিক্ষোভ শান্তিপূর্ণ, এখনো কোনো অফিসিয়াল কার্যক্রমে বাধা সৃষ্টি হয়নি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তবে চলতি বছরের ২৭ মার্চ, নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে।

রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় ২২ এপ্রিল। এখনো শপথ হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা