প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১৩:৩৩ পিএম
গাজীপুরে জয়দেবপুর মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ান মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছে।
শনিবার (৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় । এর আগে গত ২৭ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান বলেন, ‘গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে আসে। শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়ানের মৃত্যু হয়েছে। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা ও তাসলিমা নামের দুই নারী মৃত্যু হয়। এ নিয়ে তিনজন মারা গেছে। এখনো দগ্ধ দুইজন হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে পারভীন আক্তার তার শরীরে ৩২ শতাংশ ও তানজিলা বেগম তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থায় আশঙ্কাজনক।