প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১১:০৯ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫ ১১:২৫ এএম
প্রতীকী ছবি
রাজধানীর শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ইন্টারনেট ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাজ্জাদ হোসেন রাব্বিকে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাব্বিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু শান্ত বলেন, রাব্বি একজন ইন্টারনেট ব্যবসায়ী। একই এলাকার আরেক ইন্টারনেট ব্যবসায়ী মিরাজের সঙ্গে রাব্বির দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে আজ (গতকাল) রাতে শাহ আলী থানার বাইনখোলা ঈদগাহ মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় মিরাজ গ্রুপের একজন রাব্বিকে গুলি করে। তার পিঠের বাঁ পাশে গুলি লাগে। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।
তিনি জানান, রাব্বি শাহ আলী থানার মিরপুর-১-এর ১৯ নম্বর রোডের সি ব্লকের ৩৪ নম্বর বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ রাব্বিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।