× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারুকলায় নিরাপত্তার ঘাটতি ছিল কিনা, তদন্ত হচ্ছে: র‍্যাব প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১১:৫১ এএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য বানানো মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পড়ানোর ঘটনায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা, তা তদন্ত করে দেখার কথা বলেছেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে, তার তদন্ত হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিলেন, তাদের কোনো ঘাটতি ছিল কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্ষবরণ উপলক্ষে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে র‍্যাব প্রধান বলেন, ‘আমাদের ডগস্কোয়াড আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে, মোটরসাইকেল ও গাড়ির টহল টিম কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সাইবার নিরাপত্তার বিষয়টিতেও র‍্যাব অন্তত গুরুত্বের সঙ্গে কাজ করছে যেন কেউ অপপ্রচার, ভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে।’

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা সমন্বয় করে কাজ করছি। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও আছে, অন্যান্য সংস্কৃতির গোষ্ঠী, জনপ্রতিনিধি সবার সাথে সমন্বয় করে এ অনুষ্ঠান যেন সুন্দরভাবে করা যায় সেভাবে কাজ করছি।’

‘চারুকলায় আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূলের অনুষ্ঠান, রবীন্দ্র সরোবরে, হাতিরঝিলে এসব অনুষ্ঠান ঘিরে সবরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,’ যোগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা