প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৪:৫৭ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫ ১৪:৫৮ পিএম
লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। ছবি ফোকাস বাংলা
যে দিকে চোখ যায় মানুষের ঢল। দলে দলে এগিয়ে যাচ্ছে নানা বয়সী মানুষ। তাদের সবার গন্তব্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের গেট দিয়ে প্রবেশ করছে বিভিন্ন জায়গা থেকে আগতরা। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’- এমন স্লোগানে স্লোগানে হাজারও মানুষের স্রোত গিয়ে মিশছে উদ্যানের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে।
শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তরুণ, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, আবার কারও গায়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট ও প্রতিবাদী প্ল্যাকার্ড। স্লোগান দিচ্ছেন— ‘গাজা শান্তি চায়’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’।
ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মূল আয়োজন এই গণজমায়েত। এতে যোগ দিতে সকাল থেকে নানা যানবাহনে করে উদ্যানে আসতে শুরু করেন সাধারণ মানুষ।
উদ্যানের পশ্চিম-পূর্ব প্রান্তের চত্বরে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য। মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে।
এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। এর নেতারা জানান, উদ্যানে গণজমায়াতে দেশের রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করা হবে।
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে।
এই কর্মসূচি কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা মেতায়েন রয়েছেন। সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।