× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান পল্লবী যুবদলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৯:৫৬ পিএম

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান পল্লবী যুবদলের

‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের কর্মসূচিতে কথা বলেন তিনি। 

পরে একটি বিক্ষোভ মিছিল মিরপুর ১০, ১১, পুরবী হয়ে ১২নং বাসস্ট্যাণ্ড পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

বিক্ষোভ সমাবেশে হাজী নূর সালাম বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা এসব ঘটনারও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই তারা যেন এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান তিনিও যেন কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে ইসরাইলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা নিজ নিজ অবস্থানে থেকে যতটুকু পারি ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হবো।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন মোল্লা, পল্লবী থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামীম আহাম্মেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্না, যুবদল নেতা তৌফিকুর রহমান বাবু, মো. সোলায়মান চৌধুরী, জিয়ারুল ইসলাম জিহাদ, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিব, সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন, ২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইসতিয়াক আহাম্মেদ সুজন, ৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. রিয়াজ, ৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাউসার আহাম্মেদ মোল্লা, যুবদল নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা