প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ০৯:৪৬ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫ ১০:৪৩ এএম
রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। পুলিশের দাবি, তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বুধবার রাতে (৯ এপ্রিল) কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাদিম ও মাসুদ। আহত ব্যক্তির নাম সোহাগ।
গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সোহাগকে সেখানে ভর্তি করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ওই তিনজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক ছিলেন। আজ (বুধবার) রাতে মামলার বাদীকে তারা হুমকিধমকি দেয়। এ সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ওসি আরও বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা এলাকার সন্ত্রাসী।