প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ২৩:৪১ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫ ০১:২৫ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফুলের মার্কেট। গতকাল শনিবার রাত ৯টার দিকে টিনশেডের এই মার্কেটে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফুলের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, গতকাল রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে আগুন লেগেছে। ৬ মিনিটের মধ্যে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। তাদের সম্মিলিত চেষ্টায় রাত রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘আগুনে দোকানগুলো পুড়ে গেছে। একটি দোকানে বেশকিছু গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ওইসব সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এছাড়া এলোমেলোভাবে থাকা বৈদ্যুতিক তারও পাওয়া গেছে। আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অথবা সিলিন্ডার লিকেজ হয়েও আগুন লেগে থাকতে পারে।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে কোনো দোকানের মালিককে পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।’