× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালশী ফ্লাইওভারে ছিটকে নিহত ২ তরুণের পরিচয় মিলেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১৪:৫৮ পিএম

কালশী ফ্লাইওভারে ছিটকে নিহত ২ তরুণের পরিচয় মিলেছে

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে পড়ে নিহত ২ তরুণের পরিচয় মিলেছে। তারা হলেন রিয়াদ গাজী ও তোফাজ্জল। তারা দুজন বন্ধু।

শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে তাদের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।

জানা গেছে, রিয়াদ চাঁদপুর সদরের জামানকান্দি গ্রামের বিল্লাল গাজীর ছেলে। আর তোফাজ্জল কিশোরগঞ্জের ইটনার মাগুরা গ্রামের রেনু মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার রাতে কালশী ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই দুই তরুণ। একটি প্রাইভেট কার ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই তরুণ। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।তখন তাদের পরিচয় জানা যায়নি।

নিহত রিয়াদের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাই (নিহতের বাবা) দুবাই প্রবাসী। ভাতিজা চাঁদপুরে একটি মাদরাসায় পড়াশোনা করত। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি থেকে ঢাকায় তোফাজ্জলের বাড়িতে বেড়াতে আসে রিয়াদ।

অপরদিকে নিহত তোফাজ্জলের ভাই নাঈম বলেন, ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবারের সঙ্গে থাকত তোফাজ্জল। নবম শ্রেণিপড়ুয়া তোফাজ্জলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়।

পল্লবী থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রাইভেট কার চালককে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা