কালশী ফ্লাইওভার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ০০:৫১ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫ ১০:৪৭ এএম
কালশী ফ্লাইওভার। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের কালশী নতুন রাস্তার ফ্লাইওভারে প্রাইভেট কার চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তাদের নিয়ে আসা পথচারী রকি জানান, মিরপুরের পল্লবী কালশী ফ্লাইওভারের নিচে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মুখোমুখি সংঘর্ষের পর দুই যুবকই ফ্লাইওভার থেকে নিচে
ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের বয়স আনুমানিক ১৮ ও ১৯ বছর বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেল
জব্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক রাখতে
তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.
ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহত দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
জানার চেষ্টা চলছে।