প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ২০:০৪ পিএম
প্রবা ফটো
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কর্মমুখী মানুষেরা রাজধানীতে ফিরছেন। বাস ও লঞ্চের পাশাপাশি ঈদের ফিরতি যাত্রায় ট্রেনে করে আসছেন যাত্রীরা। সড়কপথে নেই তেমন কোনো ভোগান্তি। ফলে স্বচ্ছন্দ্যেই ঢাকা ফিরছেন রাজধানীবাসী।
শুক্রবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন যাত্রী নিয়ে ঢাকার কমলাপুরে এসে নিদিষ্ট সময়ে পৌঁছে। অপরদিকে মহাসড়কে যানজট না থাকায় রাজধানীর গাবতলী, মহাথালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যথা সময়ে যাত্রীরা পৌঁছান বলে খোঁজ নিয়ে জানা যায়।
সাধারণ যাত্রীরা বলছেন, ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি তাদের। বিগত বছরের তুলনায় এবার অনেকটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরতে পারছেন তারা।
রাসেল আলী রাজধানীতে একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। শুক্রবার সকাল ৬ টায় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে নামেন। তিনি বলেন, শনিবার থেকে অফিস। তাই পরিবার রেখে একা ঢাকা চলে আসলাম। এখন ঈদের সময় ট্রেনের টিকিট সংকট। তাই পরিবার পরে ঢাকায় আনব। সকাল ৬ টায় রওনা দিয়েছি চাপাইনবাবগঞ্জ থেকে। সাড়ে ৫ ঘণ্টায় চলে আসলাম।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুল হাকিম বলেন, বিকাল ৪টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এসে নামি। সকাল ৭টায় দিনাজপুর থেকে রওনা দিয়েছিলাম। সড়কে কোথাও যানজট বা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। বাড়িতে গিয়েই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম, তাই আসার সময় টিকিট পাওয়ারও কোনো সমস্যা হয়নি। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রায় টিকিট পেতে কোনো ভোগান্তি ছিল না।
সড়কে যাত্রীর চাপ কম। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নাবিল পরিবহনের সহকারী বলেন, এখনো ছুটি শেষ হয়নি। এজন্য যাত্রী কম। এবার লম্বা ছুটি, তাই যাত্রীর চাপ নেই। কেউ আজ আসছে, কেউ কাল আসবে, আবার কেউ দুইদিন আগেই চলে আসছে। বাসে মোটামুটি সব সিটেই যাত্রী ছিল। আগে যেমন যাত্রীর চাপে একাধিক গাড়ি ছেড়ে এসেছে এবার তেমনটা নেই। তবে আগামীকাল (শনিবার) কিছুটা যাত্রীর বাড়বে।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা প্রতিটি ট্রেন কমলাপুরে প্রবেশ করছে। যাত্রীর চাপ ভালোই ছিল। তবে আশা করছি, শনিবার যাত্রীর চাপ বাড়বে।
বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলেও জানিয়েছেন তারা।
এদিকে ঈদের পর আজ শুক্রবারও রাজধানী ছেড়ে যেতে দেখা গেছে অনেক মানুষকে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানী ছাড়তে যাত্রীর ভিড় দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটি চলাকালীন বিগত দিনগুলোর তুলনায় আজ সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতিও। কিছুক্ষণ পর পর রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসছে ফিরতি ঈদ যাত্রার দূরপাল্লার পরিবহন। ফিরতি এ যাত্রায় দূরপাল্লার পরিবহনে চোখে পড়ার মতো যাত্রীর চাপ দেখা যায়নি।