× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রা

ট্রেন লঞ্চ বাসে মানুষের ভিড়, তবু স্বস্তির যাত্রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১১:১১ এএম

রাজধানীর কমলাপুর স্টেশনে বৃহস্পতিবার সকালে ঘরমুখো মানুষের ভিড়। প্রবা ফটো

রাজধানীর কমলাপুর স্টেশনে বৃহস্পতিবার সকালে ঘরমুখো মানুষের ভিড়। প্রবা ফটো

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। আজ থেকে শুরু হচ্ছে টানা ৯ দিনের সরকারি ছুটি। তার আগেই গতকাল বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে ঘুরে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনিসুল হক। পেশায় সরকারি চাকরিজীবী। হাফবেলা অফিস করে দুপুর ১টায় এসেছেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দুপুর ২টা ৪৫ মিনিটে তার ট্রেন। পরিবারের সবাইকে নিয়ে অপেক্ষা করছেন স্টেশনের লাউঞ্জে। 

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে দেশের সব অঞ্চলের ট্রেন। সপ্তাহের শেষ দিন হওয়ায় প্ল্যাটফর্মে ছিল মানুষের উপচে পড়া ভিড়। গত কয়েক দিনের তুলনায় রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চঘাটে যাত্রীর চাপ ছিল বেশি।

রেলওয়ে সূত্রে জানা যায়, ‘ঈদযাত্রায় আজ (গতকাল) যাত্রীদের ভিড় বেশি ছিল। স্টেশনের শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকিট যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হচ্ছে।’ 

কমলাপুর স্টেশনে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে রেলওয়ে পুলিশ। স্টেশনের প্রবেশপথে দেখা গেছে পোশাকধারী পুলিশ, ডিবি, এপিবিএনের সদস্যদের। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ‘সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। একই সেবা ঢাকা বিমানবন্দর ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনেও দেওয়া হচ্ছে।’

সকালে কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ‘যাত্রীসাধারণের নিরাপত্তা এবং স্বচ্ছন্দে ভ্রমণ উপহার দিতে বাংলাদেশ রেলওয়ে বদ্ধপরিকর। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে।’ এ ছাড়া তিন স্তরের টিকিট চেকার বসানো এবং বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশের অনুমতি রেল কর্তৃপক্ষ দিচ্ছে না বলেও তিনি জানান। 

ঈদযাত্রায় আন্তঃনগর, মেইল, কমিউটার মিলে প্রতিদিন ৫০ হাজারের বেশি যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি টিকিট বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন ঢাকামুখী ৩০ হাজার ৪৯১টি টিকিট বিক্রি করছে। সকাল থেকে সবগুলো ট্রেন সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে কমলাপুর আসায় ১ ঘণ্টা ১ ৫মিনিট দেরিতে ছেড়েছে।’ 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১২০টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এ ছাড়া লোকাল, কমিউটার ও মেইল ট্রেন স্বাভাবিকভাবে চলছে। পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে।’

ফাহমিদা তাসনিম কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের জন্য। তিনি বলেন, ‘এবারে স্টেশনের ব্যবস্থাপনা খুব ভালো। আশা করছি নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে যাবে।’ 

রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালে সরেজমিন ঘুরে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গতকাল সকালে দেখা যায় বাস কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন শত শত যাত্রী। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মহাসড়কে যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে ছেড়েছে সকল বাস। 

গাবতলী হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মিনহাজ বলেন, ‘এবারের ঈদে ছুটি বেশি। এজন্য যাত্রীরা ধাপে ধাপে বাড়ি ফিরছেন। ফলে টার্মিনালে চাপ পড়েনি।’ 

রংপুরগামী বাসের যাত্রী মাহবুবুল আলম বলেন, ‘অনলাইনে টিকিট কেটে রাখায় যাত্রীরা এবার কম ঝামেলা পোহাচ্ছেন। আমি আগেই অনলাইনে টিকিট কেটেছি, পছন্দমতো সিটও পেয়েছি। বাসের জন্যও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।’

এদিকে পদ্মা সেতু হবার পর জৌলুস হারিয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে গতকাল দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় যাতায়াতে নৌপথে যাত্রী বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন কর্মকর্তা জানান, ‘স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী কিছুটা বাড়লেও তা চাপের পর্যায়ে পৌঁছেনি। আশা করছি, শুক্রবার (আজ) থেকে যাত্রী বাড়বে।’ এদিকে ঈদযাত্রায় ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চের আগাম টিকিট বিক্রি ও কেবিন বুকিং শুরু হয়েছে। ২৫ মার্চ থেকে এসব রুটে লঞ্চের বিশেষ ট্রিপ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা