প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ০১:০৩ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১১:০৪ এএম
প্রবা ফটো
ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক।
বৃহস্পতিবার (২৭ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত ভাড়া আদায় করলে ছাড় দেওয়া হবে না।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো. আবু সুফিয়ানসহ পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা।