প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২২:২২ পিএম
প্রতীকী
রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- এনামুল হক (৩৮) ও মহিদুর রহমান (৫০)। ভুক্তভোগী ওই নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮মার্চ) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আট জনের নামসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।