প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২১:২৪ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ২১:২৫ পিএম
আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো
জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৮ মার্চ) ঈদ উপহার বিতরণ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন।
ছাত্র জনতার আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে অবদান রাখায় ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করা হয় বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিল শাখা ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন মডেলিয়ান এক্সপ্রেসের সিনিয়র সহসভাপতি আসোয়াদ ডালি, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের খিলগাঁও থানার যুগ্ম সদস্য সচিব এ আর রাফিন সোহাগসহ প্রমুখ।