প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ২০:১৪ পিএম
প্রতীকী
রাজধানীর ওয়ারী থানাধীন ৯ নম্বর চন্দ্রমোহন বসাক স্ট্রিটের পাঁচতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে মোছা. আনোয়ারা বেগম (৫৯) নামের এক নারী মারা গেছেন।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সেলিম জানান, আমার মা মানসিক রোগী ছিলেন। সবার চোখকে ফাঁকি দিয়ে দুপুরের দিকে একা বাসার পাঁচতালার ছাদে যান। ছাদের উপরে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নিহত ওই নারী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সোলাই গ্রামের আব্দুস সালামের স্ত্রী। বর্তমানে ওয়ারীর ৯ নম্বর চন্দ্রমোহন বসাক স্ট্রিটের পঞ্চম তলা বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।