প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:১৩ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫ ১১:০৩ এএম
মহাখালী সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১২ মার্চ) ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত রাত ৩টা ৩৮ মিনিটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।