× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে ট্রাকচাপায় নারী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ০৯:৫৬ এএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১০:৫৯ এএম

বনানীতে ট্রাকচাপায় নারী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই ট্রাকের চালক।

সোমবার (১০ মার্চ) দিনগত রাতে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ওই বার্তায় উল্লেখ করা হয়, ‘বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট।’

এদিকে ওই ট্রাকের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সানাউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের মালিককে মোটরযানটির যাবতীয় কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার সকালে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় ওই ট্রাকের চাপায় এক নারী নিহত এবং একজন আহত হন। তারা উভয়েই পোশাকশ্রমিক। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ী ট্রাকচালকের শাস্তি দাবিতে সাড়ে সাত ঘণ্টা ওই সড়কের উভয় পাশ অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা। একই সঙ্গে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা