প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ০০:২৬ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১০:৪৯ এএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগরে মো. সিয়াম নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা।
শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সিয়াম মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদীপ গ্রামের মো. ইয়াকুব আলীর একমাত্র ছেলে। সে ঢাকার গেন্ডারিয়ার সাধনা গলি, সতীশ সরকার রোডে বসবাস করত এবং তার বাবার সিগারেটের দোকানে কাজ করত।
নিহতের মামা মো. হারুন জানান, রাতের খাবারের পর সিয়াম বাসা থেকে বের হয়। শহীদ চেয়ারম্যানের ঢালকানগর এলাকায় পৌঁছামাত্রই পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের সদস্য সোহাদ, তাসিনসহ ১৫-২০ জন তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিয়ামের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।