প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ০০:০৯ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১০:৫০ এএম
কলাবাগান থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক আহ্বায়কসহ ১৪ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৭ মার্চ) ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বেসরকারি অফিসে গিয়ে ছাত্র সমন্বয়ক পরিচয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।