প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাস উপলক্ষে সড়কে রাজধানীবাসীর জনভোগান্তি কমাতে পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে ইউটিলিটি সংক্রান্ত কাজে বেশকিছু সড়কে খোঁড়াখুঁড়ির কাজ চলমান রয়েছে। রমজানে জনভোগান্তি কমাতে এসব কাজ নতুন করে আরম্ভ না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেটকেন্দ্রিক জনসাধারণের চলাচল বৃদ্ধি পাবে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা-রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা হতে সন্ধ্যার পূর্বেই তাদের কার্যক্রম সম্পাদনা করবেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যধিক থাকার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায়ই লক্ষ্য করা যায়, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখে। এতে সড়ক সংকুচিত হয়ে যায়। এর ফলে সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/ হাসপাতাল/ মার্কেটে পৌঁছাতে পারেন না। এমতাবস্থায়, পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা/ ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।