প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ২৫০টি টহল টিম দায়িত্ব পালন করে।
এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
তাদের কাছ থেকে ৩টি ছুরি, ৪টি চাকু, ১টি প্লায়ার্স, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি শাবল, ১টি চাপাতি, ১টি দা, ২টি রড ও ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা রুজু করা হয়।