প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন , বিউটি আক্তার, মো. জাহাঙ্গীর ও শিশু তোহা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আশুলিয়া থেকে দগ্ধ শিশুসহ তিনজন এসেছেন। বিউটি ৩৩ শতাংশ, জাহাঙ্গীর ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।