× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না : মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৬:১৮ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৭:২২ পিএম

দলীয় নেতাকর্মীদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : প্রবা

দলীয় নেতাকর্মীদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : প্রবা

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাধা দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ইতোমধ্যে মিথ্যা মামলা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। হুমকি দেওয়া হচ্ছে। বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না।’

শনিবার (৩ ডিসেম্বর) ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করতে নয়াপল্টন দলীয় কার্যালয়ে প্রচার উপকমিটির প্রচার অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘নয়াপল্টনে বিএনপির সমাবেশ হবে শান্তিপূর্ণ। পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আপনারা কি বসে পড়বেন। আমি পরিষ্কার বলতে চাই আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা হবে না। আজও রাজশাহীতে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে। আরও ৮টি বিভাগে হয়েছে। নয়াপল্টনে তো বিএনপি মাঝেমধ্যেই সমাবেশ করছে। আওয়ামী লীগও তো দীর্ঘদিন ধরে রাস্তা আটকিয়ে পার্টি অফিসের সামনে সমাবেশ করছে।’

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চায়। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইদিন নয়াপল্টনে সমাবেশ করতে অনুমতি দেওয়া হবে না বলে আসছে। তারা চাইছে, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে করুক। পাল্টা বক্তব্যে বিএনপি নেতারা বলে আসছেন, অনুমতি দেওয়া হোক বা না হোক, নয়াপল্টনেই দলটি সমাবেশ করবে।

সরকারের উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা ঝামেলা বন্ধ করুন, মিথ্যা মামলা বন্ধ করুন, হামলা বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন, গ্রেপ্তার বন্ধ করুন। আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। একবার করছেন রক্ষিবাহিনী দিয়ে, এখন সরকারি বাহিনী দিয়ে ইতিহাস সৃষ্টি করছেন। মনে রাখবেন এখানে সমাবেশ হবে, একজন লোক থাকলেও সমাবেশ হবে। আমরা বক্তব্য রাখব।’

এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় ঢাকার গণসমাবেশ প্রচার উপকমিটির আহ্বায়ক মীর শরাফত আলী সপুর, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা