প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩ পিএম
মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এজাজ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মাহবুবা আইরিন সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজকে (চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার) সিটি করপোরেশনে আদেশ জারির তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।