× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাস্থ ভোলা ফোরামের কমিটি গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯ পিএম

ঢাকাস্থ ভোলা ফোরামের কমিটি গঠন

ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহকে সভাপতি এবং মুহা. নিজামুল হক নাঈমকে সেক্রেটারি করে রাজধানী ঢাকায় বসবাসরত দ্বীপ জেলা ভোলার সামাজিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ ভোলা ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক মিলনায়তনে ফোরামের কার্যকরী সদস্যদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাষ্টী মেম্বার এবং সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর মাও. সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, প্রফেসর ড. মো: শামসুল আলম, মো: শফিকুর রহমান এবং মাস্টার মো: জাকির হোসাইন।

সভায় ২০২৫-২০২৬ কার্যকালের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন, প্রফেসর ড. মো: ওয়ালি উল্লাহ, ডা. মো: সলিমুল্লাহ, মাও. মো. মোশাররফ হোসেন এবং আব্দুল করিম শাহীন।

সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. মহিব্বুল্লাহ এবং কাজী মো. শাহে আলম। এছাড়াও অর্থ সম্পাদক পদে মো. মহিব্বুল্লাহ, অফিস সম্পাদক মো. আলমগীর হোসেন সোহাগ, শিক্ষা সম্পাদক ড. মাও. কামরুল হাসান শাহীন, প্রচার সম্পাদক মো. শামসুদ্দিন, পর্যটন বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাও. মো. শাহিদুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মো. আবু জাফর, শ্রম বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন রায়হান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন রুবেল, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসাইন, মিডিয়া সম্পাদক মো. আব্বাস আলী খান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা