মেলার ৪র্থ দিন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম
বইমেলার চতুর্থ দিনে বই প্রেমীদের ভিড় দেখা গেছে। বেলা যত বাড়ছে ততই প্রাণের সঞ্চার ফিরে পাচ্ছে মেলা। প্রবা ফটো
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির মেধা ও মননের প্রতীক বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘অমর একুশে বইমেলা’। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ছিল এবারের মেলার চতুর্থ দিন। মেলার এ চতুর্থ দিনে এসে মেলার সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে- বেলা যত বাড়ছে, মেলায় প্রাণের সঞ্চার ততই বাড়ছে। বাড়ছে মেলায় নতুন নতুন বই। সময় বাড়ার সাথে বইপ্রেমীদের সরব উপস্থিতি মেলার দুই প্রাঙ্গণ জুড়েই ছিল প্রত্যাশার চেয়ে বেশি।
প্রতিদিনের মতোই আজ বিকাল ৩টার সময় যখন মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়, তখন মেলায় প্রবেশের জন্য দীর্ঘ সারি দেখা না গেলেও যত সময় গড়িয়ে যায় ততই বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে বইপ্রেমী আর দর্শনার্থীদের সংখ্যা।
মেলার দু’প্রাঙ্গণে বইপ্রেমীদের সরব উপস্থিতির সঙ্গে মেলায় আগত শিশু-কিশোররা বেশ উচ্ছসিত। তাদের চঞ্চল বিচরণে খুঁজে নিচ্ছে পছন্দমত বইয়ের স্টল আর বই। তাদের মুখের ভাষা, চোখের চাহনি আর ভালোবাসাময় পদক্ষেপ দেখে মনে হয়, তারা যেন একুশের চেতনায় নতুন করে ঋদ্ধ হতে মেলা প্রাঙ্গণে ছুটে এসেছে। তাদের সবার মনে ও চেতনায় যেন নাড়া দিয়েছে প্রাণের এই মেলা।
মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রকাশনা স্টলের বিক্রয়কর্মীদের সাথে চতুর্থদিনের মেলা কেমন যাচ্ছে জানতে চাওয়া হয়। তাদের কয়েকজন জানান, গত তিন দিনের তুলনায় চতুর্থদিনে বেচাকেনা তুলনামূলক বেশি।
এখনও সফলতা-ব্যর্থতার হিসাব করার সময় না আসলেও গতকালের তুলনায় বেচাকেনাতে আশাবাদী কয়েকজন প্রকাশক। তারা বলছেন, এ অবস্থা অব্যাহত থাকলে শিগগিরই মেলা সাফল্যের পথে হাঁটা শুরু করবে। তবে চতুর্থদিনেও মাঝারি ও ক্ষুদ্র প্রকাশকদের বিক্রি ছিল অপরিবর্তিত। শীর্ষস্থানীয় প্রকাশনীর পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র প্রকাশনীগুলোতে বেচাকেনা বাড়বে এমন আশায় বুক বেঁধে আছেন এই শ্রেণীর অনেক প্রকাশক।
অন্যদিকে, শিশুকর্নারের শিশুতোষ বইয়ের প্রকাশকরা জানাচ্ছেন, প্রতিবছর শুক্রবার ও শনিবার এবং ছুটির দিনগুলোতে আমাদের বিক্রি ভালো হয়। এবারও প্রতিদিন বই বিক্রি ভালো হচ্ছে। আমরা আশাবাদী এই জন্য যে, অন্যবারের তুলনায় বিক্রির দিক থেকে এবার অনেক ভালো একটা মেলা শেষ করতে পারব।
এদিকে, মেলার এ চতুর্থদিনে বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতিতে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ।’