প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪২ পিএম
রাজধানীর শনিরআখড়ায় কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে শনিরআখড়া জাপানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে শিশুটির মা বিউটি বেগম বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করি। আমার স্বামী পেশায় রিকশাচালক। বিকাল ৪টার দিকে আমার ছেলে বড়ই পারতে গিয়ে একটি বস্তু পায়। সেটা দেখে বোঝা যায়নি যে এটা কোনো বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটি বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন দিয়ে টান দিলেই তা বিস্ফোরিত হয়। এতে আমার ছেলের ডান কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ছেলেকে আবার উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।’
এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, ‘শনিরআখরা জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কবজি বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘শনিরআখড়া থেকে এক শিশু ককটেল বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার ডান হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।’