প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৯ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০ পিএম
ছবি : সংগৃহীত
ভাষা আন্দোলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুথানের শহীদদের স্মরণ করে শুরু হলো অমর একুশে বইমেলা। সমবেত কণ্ঠে সূচনা সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে আয়োজন শরু হয়। জুলাই শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
এবারের মেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’। সেইসঙ্গে মেলার রঙ, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে পরিবর্তন। আর গণআন্দোলনের স্মৃতি স্মরণে আছে ‘জুলাই চত্বর’। বইমেলা সেজেছে লাল-কালো আর সাদা রঙে; ফুটিয়ে তোলা হয়েছে বিপ্লব, শোক আর আশার প্রদীপ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এ অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা। এবার সাতজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তাদের মধ্যে রয়েছেন- কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয়েছে ৩ লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক। এরপর অমর একুশে বইমেলার স্মারকে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।