গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:১৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:১৭ পিএম
প্রতীকী ছবি
টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা বয়স্ক এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে ইজতেমা প্রাঙ্গণে মৃত্যুর এই ঘটনা ঘটে। জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মারা যাওয়া মুসল্লি হলেন, খুলনা জেলার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, ‘আজ শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত এবারের ইজতেমায় একজন মুসল্লি মারা গেছে। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’