প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১০:৫০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:২৬ এএম
প্রতীকী ছবি
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতির নাম মো. কামাল শেখ। তার হাজতি নম্বর ৩১১৭/২৫। তিনি ঢাকার দোহারের চরকুসাইর চর দেহ ভোগ এলাকার শেখ রবিউল্লাহর ছেলে।
কারারক্ষী মো. সোহেল রানা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে কামাল শেখ নামে ওই হাজতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।