প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:১১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম
আটকের পর ওই যুবককে থানায় হস্তান্তর করা হয়। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর প্রকাশ্যে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় উপস্থিত জনতা তাকে আটক করে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম ইবতেশাম রহমান আলফি। আলফি মোহাম্মদপুরের বাসিন্দা এবং বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসল বলে মনে হচ্ছে কিন্তু, এতে কোনো গুলি ছিল না। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন তাদের একজনের জুতো নেই। ওই যুবকরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তারা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে, তারা পিছিয়ে যায়। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। তখন ওই এলাকায় হইচই শুরু হলে সন্দেহভাজন যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করে। সেখানে ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেক্টর খবির হোসেন তাকে আটকে ফেলেন। তাকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আটক যুবকের দাবি, পিস্তলটি খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, ‘এটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পিস্তলের বিষয়ে অধিকতর তদন্ত হবে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’