প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহীন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ইশতিয়াক আহমেদ চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। বাবার নাম মাহবুব আলম চৌধুরী। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের এক ভাই ও এক বোন রয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করি। ঘটনাস্থলে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছিল মরদেহ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠাই।’
হাবিবুর রহমান বলেন, ‘নিহত ইশতিয়াক আইইউবির শিক্ষার্থী ছিল। তার কাছে থেকে একটি চিরকুট আমরা পাই। সেখানে লেখা ছিল ‘আমার এই মৃত্যুর জন্য বন্ধুরা কেউ দায়ী নয়’। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’