প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১০:৪৪ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৭ এএম
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি : সংগৃহীত
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
কারারক্ষী চান মিয়া জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার কারণে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা অচেতন অবস্থায় কামাল মজুমদারকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে আটক ঢাকা-১৫ আসনের সাবেক এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে ঢামেকে নিয়ে আসা হয়। পরে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এখন পর্যন্ত কেবিন না পাওয়ায় ওয়ার্ডে রয়েছেন তিনি।’