× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, ২ আসামি রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:২৯ পিএম

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, ২ আসামি রিমান্ডে

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজীদ বোস্তামী আসামি দুজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু ও মো. কাউসার মৃধা।

এর আগে রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে এবং হাজারীবাগ গার্লস স্কুলের সামনের একটি মেসে আত্মগোপনে থাকা আসিফুল ওরফের ঝন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। ঝন্টু এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে ঝন্টু দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করে। এরপর গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে আসামিরা এলিফ্যান্ট রোডের ফুটপাতে ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলা করে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা